শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও ইংল্যান্ডের মাথা ব্যথার কারণ হয়ে দাড়িয়েছেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে বল হাতে ৬ উইকেট শিকার করেন এই অজি পেসার। ব্যাটিংয়ে নেমেও ইংলিশ বোলারদের ভুগিয়েছেন তিনি। তার ৭৭ রানে ভর করে ১৭৭ রানের লিড পায় অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এতেই ব্রিসবেন টেস্টে জয়ের সুবাদ পাচ্ছে স্বাগতিকরা।
৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই ফিফটির দেখা পান অ্যালেক্স ক্যারি। তবে ইনিংস খুব বেশি বড় করতে পারেননি তিনি। ৬৯ বলে ৬৩ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর অন্য ব্যাটারদের নিয়ে রানের চাকা সচল রাখেন মিচেল স্টার্ক। একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্তে ব্যাট হাতে ইংলিশ বোলারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান তিনি।
সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন স্টার্ক। আউট হওয়ার আগে ১৩ চারের সাহায্য ১১৪ বলে ৭৭ রান করেন তিনি। শেষ ব্যাটার হিসেবে ব্রেন্ডন ডগেট আউট হলে ৫১১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন। তবে দলীয় ৪৮ রানে ১৮ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান বেন ডাকেট। এরপর ক্রিজে আসা ওলি পোপকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন জ্যাক ক্রলি।
দলীয় ৯০ রানে ৫৯ বলে ৪৪ রান করে আউট হন ক্রলি। তার বিদায়ের অজি পেসারদের তোপে নিয়মতি বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। জো রুট ১৫, হ্যারি ব্রুক ১৫, জেমি স্মিথ ৪ রান করে সাজঘরে ফিরে যান।
শেষ পর্যন্ত ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। এখনও ৪৩ রানে পিছিয়ে আছে সফরকারীরা। বেন স্টোকস ও উইল জ্যাকস দুজনেই ৪ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক, মাইকেল নেসার ও স্কট বোল্যান্ড নেন ২টি করে উইকেট।
Publisher & Editor