বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সকল প্রবাসী ও দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ। ২ ডিসেম্বর মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সারাজীবন কাজ করে গেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, গোটা জাতির প্রত্যাশা। আমরা যুক্তরাষ্ট্র সহ সকল প্রবাসী বাংলাদেশী ও দেশবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা তাঁর জন্য দোয়া করুন, যেন মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যৌথ বিবৃতিতে দোয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নিবাহী সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু. সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়ার নেতা আবদুস সবুর, য়ুক্তরাস্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদদীন ভুঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবাদ চৌধুরী, রিয়াজ মাহমুদ, আতিকুল আহাদ, এজে জাহাঙ্গীর হোসেন, খলকুর রহমান, আরিফুর রহমান, মাইনুল ইসলাম টিপু, নুর আলম, মোঃ.রিপন মিয়া, সেলিম আহম্মেদ, মনিরুল ইসলাম মনির ও মাসুদ রানা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি দেশের গণতান্ত্রিক ধারাকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ তিনি যে শারীরিক সংকটে রয়েছেন, তাতে সর্বস্তরের মানুষের সহানুভূতি, ভালোবাসা ও প্রার্থনাই হতে পারে তাঁর জন্য সবচেয়ে বড় শক্তি। নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি দোয়ার পাশাপাশি মানবিক সহমর্মিতা ও ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দেশনেত্রীর অসুস্থতার এই সময়ে বিভাজন নয়, ঐক্য, সহমর্মিতা ও দোয়া প্রয়োজন। দেশের সংকটময় সময়ে তাঁর মতো অভিভাবকের সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। সবাইকে যার যার অবস্থান থেকে তাঁর আরোগ্য কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করি দেশবাসীর ভালোবাসা ও দোয়া তাঁকে দ্রুত সুস্থ করে তুলবে। নেতৃবৃন্দ বিবৃতিতে বেগম খালেদা জিয়ার শারীরিক সংকটকালে বিশেষ মর্যাদা সম্পন্ন ব্যক্তি ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। প্রেস বিজ্ঞপ্তি।
Publisher & Editor