রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

নিউইয়র্কে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্ট এর বর্ণিল বলিউড নাইট

প্রকাশিত: ০২:০৪, ০৭ ডিসেম্বর ২০২৫ |

নিউইয়র্কে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্ট (Symphony Music Entertainment) এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো বর্ণাঢ্য বলিউড নাইট ২০২৫। গত ২৮ নভেম্বর শুক্রবার ব্রঙ্কসের আল্ আকসা পার্টি হলে অনুষ্ঠিত হয় এ বলিউড নাইট। সৈয়দ ফয়েজ ও ত্রিনিয়া হাসান এর উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী তানভীর শাহীন, শারমিন তানিয়া, মাসুদ আহমেদ, রেক্সোনা শারমিন, অন্জন অনি, ক্রিসটিলা কুইয়া, আসাদ সোহেল ও অনুষ্ঠানের দুই উপস্থাপক।

অনুষ্ঠানের শুরুতে সিম্ফনি মিউজিক ইন্টারটেইনমেন্ট – এর সদস্যদের কে পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠানটির কান্ডারী সৈয়দ ফয়েজ। বাকী সদস্যরা হলেন : সাইদুর লিংকন, শারমিন তানিয়া, তাসমিন জাহান, তানভীর শাহীন, রেক্সোনা, সাইদা উদিতা, তোফায়েল আহমেদ লিটন, শাহীন দেলোয়ার, আহসান মুকুল, আবুল কালাম আজাদ ও আসাদ সোহেল।

ওল্ড ইজ গোল্ড, সুইট নাইনটিস ও পার্টি সং তিন পর্বে অনুষ্ঠানটি সাজানো হয়েছিলো। অনুষ্ঠানে নাচে অংশগ্রহণ করেন মিথান ডান্স একাডেমি। নাচে অংশগ্রহণ করে ত্রিপনা দবনাথ ও রুচি ঘোষ। নৃত্য পরিচালনায় ছিলেন মিটন দেব। শুধুমাত্র হিন্দি গান ও নাচ নিয়ে বাঙালি কমিউনিটির প্রথম অনুষ্ঠানটি সফলভাবে শেষ করে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্ট। দর্শনীয় বিনীময়ে অনুষ্ঠানটি দেখার ব্যবস্থা করা হয়েছিলো। হল ছিলো কানায় কানায় পরিপূর্ণ। অনুষ্ঠানে আগত দর্শক শিল্পীদের গান শুনে মুগ্ধ হয়েছিলেন এবং অনুষ্ঠানটি আবারও করার জন্য অনুরোধ করেন।

Mahfuzur Rahman

Publisher & Editor