রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ধর্মেন্দ্রকে নিয়ে গুজব, এখন কেমন আছেন অভিনেতা?

প্রকাশিত: ১১:২৩, ১০ নভেম্বর ২০২৫ | ২৩

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কিছুদিন আগেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। 

এর মধ্যে ভারতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি নাকি ভেন্টিলেশনে রয়েছেন।
 
যদিও অভিনেতার পরিবার কিংবা হাসপাতালের পক্ষ থেকে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

খবরগুলোকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে সানি দেওলের ঘনিষ্ঠ সূত্র। সেই সূত্রের কথায়, ভেন্টিলেটরের খবরটি ভুয়া। ধর্মেন্দ্র এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন কিন্তু তিনি ভেন্টিলেটরে নেই।

সানি দেওল সকালে হাসপাতালে ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছিলেন এবং তিনি এখন ফিরে এসেছেন। যদি এরকম কিছু ঘটত, তাহলে তার পুরো পরিবার হাসপাতালে থাকত।
তিনি অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে জানান, অভিনেতা এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে অভিনেতাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তার সহশিল্পী হেমা মালিনী।

তিনি এইচটি সিটিকে বলেছেন, ‘আমরা দ্রুত আরোগ্যের আশা করছি।’
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Mahfuzur Rahman

Publisher & Editor