রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ফিজিকে সাত গোল দিলো আর্জেন্টিনা

প্রকাশিত: ০২:০২, ১০ নভেম্বর ২০২৫ | ২২

বয়সভিত্তিক ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা উড়ছে। টানা তিন ম্যাচে জয় পেল তারা। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজিকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। শেষ ৩২ নিশ্চিত করতে যেখানে এক পয়েন্ট যথেষ্ট ছিল, সেখানে তারা গোল উৎসব করে তিন পয়েন্ট আদায় করেছে।

কাতারে অনুষ্ঠিত এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন উরিয়েল ওহেদা। মাতো মার্তিনেজ করেন দুই গোল। 

দোহার অ্যাসপায়ার একাডেমি মাঠে আর্জেন্টিনা শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে। শুরুতেই তারা গোল করেছিল, কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ১০ মিনিটে পেনাল্টি পেলেও ওহেদার শট ফিরে এলে আর্জেন্টিনার হতাশা বাড়ে। ১৭ মিনিটে ওহেদা দলকে লিড এনে দেন। তারপর একের পর এক গোল। 

মাতো ৩০ ও ৪৪ মিনিটে গোল করলে প্রথমার্ধে আর্জেন্টিনা ৩-০ তে এগিয়ে ছিল।

বিরতির পর ওহেদা ৫৭ ও ৮৮ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। পরে ৮৯ মিনিটে সান্তিয়াগো সিলভেইরা ও ৯০ মিনিটে সিমোন এসকোবার ফিজির ক্ষত আরো বাড়ায়।

বেলজিয়ামকে ৩-২ ও তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে শক্ত অবস্থান নিয়েছিল আর্জেন্টিনা। ফিজিকে গুঁড়িয়ে দিয়ে তিন খেলায় ৯ পয়েন্ট পেয়ে গ্রুপ ‘ডি’র শীর্ষস্থান ধরে রেখে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তারা। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ বেলজিয়াম।

এই টুর্নামেন্টে আর্জেন্টিনার সর্বোচ্চ সাফল্য হিসেবে তিনবার তৃতীয় হয়েছে, সবশেষ ২০০৩ সালে।

Mahfuzur Rahman

Publisher & Editor