রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

হংকং সিক্সেসে চ্যাম্পিয়ন পাকিস্তান

প্রকাশিত: ০৮:০৯, ০৯ নভেম্বর ২০২৫ | ২১

হংকং সিক্সেস ২০২৫ আসরের ফাইনালে দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিয়ে কুয়েতকে ৪৪ রানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। রবিবার মং ককের মিশন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত এ ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই প্রতিপক্ষকে ছাড়িয়ে যায় ‘ম্যান ইন গ্রীনরা’।

টস জিতে আগে ব্যাট করে আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করে পাকিস্তান। ওপেনার আবদুল সামাদ ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে দলের রানের চাকা ঘুরিয়ে দেন।

কুয়েত বোলার ইয়াসিন প্যাটেল চাপ সামলাতে ব্যর্থ হয়ে তিনটি ওয়াইড দিলে প্রথম ওভারের স্কোর দাঁড়ায় ২৬।
সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ে আলো ছড়ান খাজা নাফেও। তবে মাত্র ছয় বলে ২২ রানে তাকে ফিরিয়ে দিয়ে কুয়েতকে ম্যাচে ফেরান মিট ভাভসার। এরপর অধিনায়ক আব্বাস আফ্রিদি নেমেই ঝড়ো ব্যাটিং চালিয়ে যান।

১৩ বলের ঝলমলে ইনিংসে দুই চার ও পাঁচ ছক্কায় ৪২ রান করেন সামাদ। আর আফ্রিদির দুর্দান্ত ১১ বলে ৫২ রানের ইনিংসে পাকিস্তানের স্কোর গিয়ে দাঁড়ায় ১৩৫-এ।
জবাবে ১৩৬ রানের টার্গেটে দুর্দান্ত শুরু করে কুয়েত। শাহিদ আজিজের প্রথম ওভারেই আদনান ইদরিস পাঁচ ছক্কায় মাত্র ৮ বলেই ৩০ রান তোলেন।

তবে দ্বিতীয় ওভারেই তাকে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান মোহাম্মদ শেহজাদ।
এরপর কুয়েতের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন মাআজ সাদাকাত। দুর্দান্ত স্পেলে তিনি তুলে নেন পরপর তিন উইকেট। ভাভসার একাই চেষ্টা চালালেও দলকে টেনে তুলতে পারেননি।

শেষ ওভারে প্রয়োজন ছিল ৪৪ রান।

বল হাতে এসে দায়িত্ব পালন করেন আব্দুল সামাদ। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ৯২ রানে কুয়েতকে অলআউট করেন তিনি। আর তাতেই ৪৪ রানের বড় জয়ে হংকং সিক্সেসের শিরোপা নিশ্চিত করে পাকিস্তান।

Mahfuzur Rahman

Publisher & Editor