রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার আল-শারা, সেনাদের সঙ্গে খেলছেন বাস্কেটবল

প্রকাশিত: ০৬:০৬, ০৯ নভেম্বর ২০২৫ | ১৯

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের জন্য শনিবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এটি ১৯৪৬ সালে সিরিয়ার স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর।

ওয়াশিংটনের 'সন্ত্রাসবাদের কালো তালিকা' শারার নাম বাদ দেওয়ার একদিন পর এই সফরটি হলো। ১০ নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার দেখা হবে।

স্কাই নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গিয়ে সিরিয়ার নেতা শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বাস্কেটবল খেলেছেন। ট্রাম্পের সঙ্গে 'ঐতিহাসিক' বৈঠকের আগে সিরিয়ান পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি বাস্কেটবল খেলার ভিডিও ক্লিপটি অনলাইনে শেয়ার করেন।

গত বছর শারার নেতৃত্বে বিদ্রোহী যোদ্ধারা দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করে। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে শারার সরকারের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, আল-শারা সরকার যুক্তরাষ্ট্রের দাবি পূরণ করছে। এর মধ্যে নিখোঁজ আমেরিকানদের খুঁজে বের করার জন্য কাজ করা এবং অবশিষ্ট রাসায়নিক অস্ত্র নির্মূল করা অন্তর্ভুক্ত।

পিগট বলেন, 'বাশার আল-আসাদের বিদায়ের পর এবং আসাদ সরকারের অধীনে ৫০ বছরেরও বেশি সময় ধরে দমন-পীড়নের পর সিরিয়ার নেতৃত্বের অগ্রগতির স্বীকৃতিস্বরূপ এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।'

Mahfuzur Rahman

Publisher & Editor