রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

খেজুরে ভরা কাস্টার্ডের রেসিপি

প্রকাশিত: ০৭:২৪, ৩০ অক্টোবর ২০২৫ | ২৭

উপকরণ

খেজুর: ১৫ থেকে ১৮টি

গুঁড়া দুধ: ১ কাপ

চিনি: ২ টেবিল চামচ

কাস্টার্ড পাউডার: ২ টেবিল চামচ

পেস্তা বাদাম: ২ টেবিল চামচ।

প্রণালি

খেজুর মাঝবরাবর কেটে বিচি ফেলে দিন। গুঁড়া দুধ, চিনি, কাস্টার্ড পাউডার পানিতে গুলিয়ে নিন। চুলায় বসান। নাড়ুন। ঘন হয়ে গেলে নামিয়ে নিন। ঠান্ডা হলে বাদাম মিশিয়ে খেজুরের মাঝে দিয়ে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor