মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয় ম্যাচে ড্র করল ইন্টার মায়ামি। এবার শিকাগোর বিপক্ষে তাদের মাঠে গোলশূন্য ড্র করেছেন লিওনেল মেসিরা। ম্যাচে অবশ্য একাধিকবার গোলের সুযোগ পেয়েছিলেন মেসি।
ফ্রি–কিক থেকে দুবার মেসির শট কাঁপিয়ে দিয়েছিল ক্রসবারও। কিন্তু শিকাগোর ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত (৬২,৩৫৮ জন) থাকার দিনে মেসির ভাগ্যে এদিন কোনো গোলই যে লেখা ছিল না। ফলে নিজেকে উজাড় করেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে আর্জেন্টিনার অধিনায়ককে, যা হতাশার কারণ হয়েছে মায়ামিরও।
শিকাগোর মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পেতে পারতেন মেসি। কিন্তু বক্সের বাইরে থেকে মেসির শট কোনোভাবে আঙুল লাগিয়ে ঠেকান শিকাগো গোলরক্ষক ক্রিস ব্রাডি।
কিন্তু কে জানত, মেসির হতাশা মোড়ানোর ম্যাচের সেটা ছিল শুরু। এরপর মেসি ও মায়ামির একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। একাধিকবার কাছাকাছি গিয়ে গোলবঞ্চিত থেকেছে স্বাগতিক শিকাগোও।
সোলজার ফিল্ডে এদিন মেসির হতাশা চূড়া স্পর্শ করে ম্যাচের ৬৩ মিনিটে। বক্সের বাইরে থেকে সুবিধাজনক জায়গায় ফ্রি–কিক পেয়েছিল মায়ামি। কিন্তু মেসির নেওয়া শট গোলরক্ষকের আঙুলে লেগে প্রতিহত হয় ক্রসবারে। একই হতাশা আবার ফিরে আসে ম্যাচে ৮৫ মিনিটে। এবার মায়ামি ফ্রি–কিক পায় ডান পাশের কর্নারের কাছাকাছি জায়গায়।
দুরূহ কোণ থেকে দুর্দান্ত এক শটই নিয়েছিলেন মেসি। কিন্তু এবারও মেসির সামনে বাধা হয়ে দাঁড়ায় সেই ক্রসবার। ম্যাচে দ্বিতীয়বারের মতো হতাশ হতে হয় মেসিকে। একই সঙ্গে যা মায়ামিরও হতাশারও কারণ হয়েছে। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
টানা দু্ই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে মায়ামির পয়েন্ট ১৫। ওপরে থাকা তিনটি দলই অবশ্য মায়ামির চেয়ে একটি করে ম্যাচ বেশি খেলেছে। শীর্ষে কলম্বাসের পয়েন্ট ৮ ম্যাচে ১৮। এই কলম্বাসের বিপক্ষেই ১৯ এপ্রিল রাতে পরের ম্যাচ খেলবে মায়ামি।
Publisher & Editor