সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

‘কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল’

প্রকাশিত: ২২:৫৬, ০৯ জানুয়ারি ২০২৫ | ১০

বোর্ডার–গাভাস্কার ট্রফি শেষ। রোমাঞ্চকর এক সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতীয় দল দেশেও ফিরেছে। এরপরও যেন সেই সিরিজের রেশ রয়ে গেছে। আলোচনা থামছেই না। ভারতে যখন সিরিজ হার নিয়ে কাটাছেঁড়া চলছে, বিশ্বের নানা প্রান্তে বিরাট কোহলির আচরণ নিয়ে ওঠা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

কোহলির আচরণ নিয়ে সমালোচনা কেন? এটা বুঝতে হলে সিরিজে ফিরে গিয়ে দেখে আসতে হবে ঘটনাটি। মেলবোর্ন টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্যাম কনস্টাস উইকেটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যাওয়ার সময় তাঁকে ধাক্কা দিয়েছিলেন কোহলি।

সেই ধাক্কার কারণে কোহলিকে জরিমানাও গুনতে হয়েছে। প্রথম দিনের খেলা শেষে কোহলির এমন আচরণ নিয়ে অভিযোগ এনেছেন ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকা চার আম্পায়ারই। এর ভিত্তিতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তি দিয়েছেন কোহলিকে।

আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান পর্যায়ে অপরাধের দায়ে কোহলিকে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এই শাস্তিকে তখনই কম বলে মনে হয়েছিল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক ওয়াহ ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের।

এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভ হার্মিসন। তাঁর কাছেও মনে হয়েছে কোহলির শাস্তি কম হয়ে গেছে। হার্মিসনের মতে, কোহলি সীমা অতিক্রম করেছেন এবং এমন আচরণের জন্য তাঁকে নিষিদ্ধ করা উচিত ছিল।

টকস্পোর্ট ক্রিকেট পডকাস্টে হার্মিসন বলেছেন, ‘কোহলির কী হয়েছিল সেখানে—কোহলি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে যা করেছে, তার জন্য বিরাট কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল।’

কথাটা যে কোনো ক্ষোভ থেকে বলছেন না, সেটা বোঝাতেই হয়তো হার্মিসন এরপর উল্লেখ করেছেন, ‘আপনারা জানেন আমি কোহলিকে কতটা পছন্দ করি এবং সে খেলাটির জন্য কী করেছে। কিন্তু একটা সীমা আছে, যেটা আপনি অতিক্রম করতে পারেন না।’

আইসিসির নিয়ম কী বলছে? আইসিসি জানিয়েছে, কোহলির বিরুদ্ধে আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যা ‘আন্তর্জাতিক ম্যাচের সময় খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা দর্শকসহ অন্য কোনো ব্যক্তির সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংযোগে’র সঙ্গে সম্পর্কিত।

Mahfuzur Rahman

Publisher & Editor