বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৪৮

প্রকাশিত: ২২:৩১, ২৮ নভেম্বর ২০২৪ | ১৭

ইসরায়েলের হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ৪৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৩ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ৩৩০ জনে এবং মোট আহত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯৩৩ জন। 

২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।

Mahfuzur Rahman

Publisher & Editor