বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

খোকার শীত

প্রকাশিত: ২৩:২৬, ২৭ নভেম্বর ২০২৪ | ২০

শীত বুড়ি

তুড়তুড়ি

দিয়ে গেল সুড়সুড়ি।

রোদে হেলে

দুপা মেলে

খোকা খায় গুড়মুড়ি।

পানি চায়

দেখে হায়!

বাড়ে তার কাঁপুনি।

ঠাণ্ডায়

জান যায়

নিয়ে যাও আপুনি।

Mahfuzur Rahman

Publisher & Editor