বর্ণমালা ডেস্ক: পিটিআইয়ের সাম্প্রতিক নির্বাচনী সাফল্যের পর পরবর্তী নির্বাচনের আগে প্রচারণা চালাতে দলীয় ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের ওপর ভরসা করছে পাকিস্তানের কেন্দ্রে ক্ষমতাসীন পিএমএল-এন। চলতি মাসেই বেশ ক’টি আসনের নির্বাচন। এর মধ্যে মুলতান আসনের নির্বাচন হবে ১১ সেপ্টেম্বর। ওই একই দিন শেখুপুরা ও বাহাওয়ালনগর প্রাদেশিক আসনেরও নির্বাচন হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ২৫ সেপ্টেম্বর ফয়সালাবাদ আসনে ভোট হবে। আর প্রাদেশিক খানেওয়াল আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। এর আগের নির্বাচনে পাঞ্জাব আইনসভার ১৫ আসন হারানোর পর পিএমএল-এন আর তার পুনরাবৃত্তি করতে চাইছে না। ফলে এই ছয় কেন্দ্রীয় ও প্রাদেশিক আসন নিয়ে সতর্ক দলটি। এই ছয় আসনে লড়ার অপেক্ষায় থাকা পিএমএল-এন প্রার্থীরা জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে বড় সমাবেশ না করায় দলের শীর্ষ নেতাদের প্রতি নাখোশ তাঁরা।
সূত্র: দ্য ডন।
Publisher & Editor