সোমবার, ১৪ জুলাই ২০২৫

মায়ের বিয়ে খেতে চান বাঁধন কন্যা সায়রা

প্রকাশিত: ০০:১২, ৩১ অক্টোবর ২০২৪ | ৮৯

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন আজমেরী হক বাঁধন। 
২০১০ সালে ইলিয়াস কাঞ্চন ও চম্পার সঙ্গে নিঝুম অরণ্যে নামক একটি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আত্মপ্রকাশ হয় অভিনেত্রীর। এরপর বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। 

গত সোমবার ৪১তম জন্মদিন ছিল অভিনেত্রীর। বিশেষ এই দিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই তারকা। 
২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর হোসেন সিদ্দিকীকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়। এরপর একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে অভিনেত্রীর জীবন। 

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘আমার মেয়ে সায়রা চায়, তার মায়ের জীবনে কেউ আসুক, মা সুন্দর করে জীবনযাপন করুক। মেয়ে বড় হচ্ছে। আমাকে অনেক কাছ থেকে দেখে, ভালোবাসে। আমিও তাকে ভীষণ ভালোবাসি।’

মেয়ের এমন আবদার বাঁধন আদৌ পূরণ করবেন কিনা? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আসলে অতীতে এত ভয় পেয়েছি, আমার ওপর দিয়ে এত ট্রমা গেছে; এখনো ভয় কাটেনি। আমার মতো করে যে আমাকে বুঝবে, ভবিষ্যতে সেই আমার পথচলার সঙ্গী হবে।’

আগামী মাসে শুটিংয়ে ফিরবেন বাঁধন। সানী সানোয়ার পরিচালিত ‘এষা মার্ডার’ সিনেমার কিছু দৃশ্যের কাজ এখনো বাকি। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে বাঁধনকে দেখতে পাবেন দর্শকেরা।

Mahfuzur Rahman

Publisher & Editor