মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

কাচকি মাছের বড়া খেয়েছেন কখনো

প্রকাশিত: ০০:১২, ৩০ অক্টোবর ২০২৪ | ১৯

অনেকেই আছেন মাছ খেতে পছন্দ করেন না। তাঁদেরও ভালো লাগবে, যদি কাচকি মাছের বড়া বানিয়ে খেতে দেন। রেসিপি দিয়েছেন কানিজ ফাতেমা।

উপকরণ
কাচকি মাছ ৩০০ গ্রাম (পানি ঝরিয়ে নিন), পেঁয়াজকুচি ১ কাপ, আদাকুচি ১ টেবিল চামচ, রসুনকুচি ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচকুচি ৭-৮টি, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, ময়দা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, আস্ত কালো জিরা ২ চিমটি, লেবুর রস ২ চা-চামচ, লবণ পরিমাণমতো, ভাজার জন্য শর্ষের তেল পরিমাণমতো, পানি প্রয়োজন মনে হলে।

প্রণালি
প্রথমে একটি বড় পাত্রে ধুয়ে রাখা কাচকি মাছগুলো নিন। এক এক করে সব কটি উপকরণ একসঙ্গে নিয়ে আলতো করে মেখে নিন। খেয়াল রাখতে হবে, কাচকি মাছগুলো যেন না ভাঙে। ভালো করে মিশিয়ে বড়ার আকারে তৈরি করতে হবে। এবার চুলায় প্যান বসিয়ে পরিমাণমতো শর্ষের তেল দিন। তেল গরম হয়ে এলে কাচকি মাছ বড়ার আকার দিয়ে লালচে করে ভেজে নিতে হবে। সসের সঙ্গে পরিবেশন করুন কাচকি মাছের বড়া।

Mahfuzur Rahman

Publisher & Editor