মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

লিটনের না খেলার ব্যাখ্যা দিল বিসিবি

প্রকাশিত: ১৪:০২, ২৯ অক্টোবর ২০২৪ | ১৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না লিটন দাস—খবরটা সকালেই জেনে গেছেন সবাই। লিটনকে বাংলাদেশ দলের একাদশে না দেখে অনেকে ভেবেছিলেন, চোট কিংবা ফর্মহীনতার কারণে তিনি বাদ পড়েছেন। তবে কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায় লিটনের বাদ পড়ার কারণ। ৩০ বছর বয়সী এই উইকেটকিপার–ব্যাটসম্যান আসলে খেলতে পারছেন না জ্বরের কারণে।

এবার বিসিবিও বিবৃতি দিয়ে জানিয়ে দিল লিটনের শরীরে ভাইরাল জ্বরের লক্ষণ থাকায় তাঁকে চট্টগ্রাম টেস্টের একাদশে রাখা হয়নি। এই ম্যাচে আর বদলি খেলোয়াড় হিসেবেও (কনকাশন সাব বা বদলি উইকেটকিপার) মাঠে নামতে পারবেন না তিনি। বিবৃতিতে লিটনের সর্বশেষ শারীরিক অবস্থার কথাও জানিয়েছে বিসিবি।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘২৮ অক্টোবর (গতকাল সোমবার) সন্ধ্যা থেকেই সে উচ্চ মাত্রার জ্বরে ভুগছে। আজ সকালে পরীক্ষার পর নিশ্চিত হয়েছিল, ওর ভাইরাল জ্বর হয়েছে। বর্তমানে সে হোটেল কক্ষে আইসোলেশনে আছে। শরীরে ব্যথা, দুর্বলতা ও কাশিও আছে। যদিও সন্ধ্যায় তার শরীরের তাপমাত্রা কমেছে।’

পরশু ব্যাটিং অনুশীলনের সময় মাথায় বলের আঘাত চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে পড়েছেন ব্যাকআপ উইকেটকিপার জাকের আলী। জ্বরের কারণে নেই লিটনও। দুই উইকেটকিপারের অনুপস্থিতিই আরেক উইকেটকিপার মাহিদুল ইসলামের স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে। বাংলাদেশের ১০৬তম খেলোয়াড় হিসেবে আজ টেস্ট অভিষেক হয়েছে মাহিদুলের।

Mahfuzur Rahman

Publisher & Editor