শনিবার, ১২ অক্টোবর ২০২৪

প্যারিসে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৪

প্রকাশিত: ০৩:৩৮, ০২ অক্টোবর ২০২৪ | ১৭

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক জালালাবাদ উৎসব। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩য় প্যারিস সিটির মাক্স দরমীর অভিজাত হলে দুই পর্বের অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ফ্রান্স শাখার সভাপতি ফয়সাল আহমদ এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব।

এতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, ফ্রান্স ও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক সিলেটি এ উৎসবে অংশগ্রহণ করেন।

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজীবন সম্মাননা দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ড. সুফিয়া রহমান ও চ্যানেল এস ইউ কে চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপিকে।

সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল ও ফ্রান্সের সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্ট সদস্য (ইউকে) ফয়সল চৌধুরী এমবিই। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস।

এসময় আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ড. সুফিয়া রহমান, লন্ডন ব্যুরো অব টাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ট্রেজারার রফিকুল হায়দার, মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমদ এমবিএ, চ্যানেল এস চেয়ারম্যান আহমেস উস সামাদ চৌধুরী জেপি, এনটিভি ইউকের সিইও সাব্রিনা হোসেন, গ্লোবাল জালালাবাদ বাংলাদেশের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিব উদ্দিন, ট্রেজারার মো. শামিম আলম কুরেশি, এশিয়ান ক্যাটারিং ফেডারেশনের চেয়ারম্যান ইয়াওর খান, সিলেট ন্যাশনাল হার্ড ফান্ডেশনের ইউকের সেক্রেটারি মনসুর খান, ইতালি জালালাবাদের প্রতিষ্ঠাতা সভাপতি অলি উদ্দিন শামিম, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফয়জুল হক, সেক্রেটারি মিতু চৌধুরী, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের প্রধান উপদেষ্টা ছালেহ আহমদ চৌধুরী, শাহ জামাল আহমেদ, জাকির হোসেন, তাইজুল ফয়েজ, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ হাজী কাওছার, ইউকের সেক্রেটারি সাইয়েদ সাদেক আহমেদ,  সহ-সভাপতি আবুল কালাম আজাদ ছুটন, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কাউন্সিলর ফয়জুর রহমান, আসিকুর রহমান, যুগ্ম সম্পাদক আবদুল অদুদ দীপক, আবুল হোসেন, সেলিম আলম আলী, সাংগঠনিক সম্পাদক মিজু চৌধুরী, এম কে জামান জুয়েল, চ্যানেল এস সিলেটের প্রতিনিধি সাংবাদিক হাসানুল হক উজ্জ্বল, অনলাইন টিভি ভয়েস অব সিলেটের পরিচালক সাংবাদিক মইন উদ্দিন মনজু, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংবাদিক আব্বাস উজ্জামান, সংগঠনের অফিস সেক্রেটারি মুসতাক আহমেদ, সাজানুর রাজা, মেম্বারশিপ সেক্রেটারি আক্তার আলী, ইয়ুথ ও স্পোটস সেক্রেটারি আলা উদ্দিন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেনের সভাপতি আমিন আলী রফিক, সাধারণ সম্পাদক সাব্বির রহমান, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সিনিয়র সহ সভাপতি আব্দুল বাছিত, সালেহ আহমেদ সালে, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

জালালাবাদ উৎসবে বিভিন্ন শ্রেণি পেশায় অবদান রাখায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। উৎসব উপলক্ষ্যে একটি ম্যাগাজিন প্রকাশিত হয়। ফ্রান্স শাখার সভাপতি ফয়সাল আহমদের সমাপনী বক্তব্যর মাধ্যমে জালালাবাদ উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor