বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

তাল দিয়ে আবার লাচ্ছিও হয়

প্রকাশিত: ০৬:২৬, ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ৫১

চলছে ভাদ্র মাস। তাল পাকার সময়। পাকা তাল দিয়ে বানাতে পারেন তালের কেক। 

উপকরণ

জ্বাল দেওয়া তালের ক্বাথ আধা কাপ, ভ্যানিলা আইসক্রিম ১ কাপ, তরল দুধ ১ কাপ, চিনির সিরাপ ২ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে দিন।

Mahfuzur Rahman

Publisher & Editor