সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

কোটা ইস্যুতে শিক্ষার্থীদের পাশে জামাল ভূঁইয়া

প্রকাশিত: ০৮:১৬, ০১ আগস্ট ২০২৪ | ২৪

কোটা সংস্কার আন্দোলনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। সেইসঙ্গে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানান জাতীয় দলের এই অধিনায়ক।

বুধবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দেন জামাল। সেখানে তিনি বলেন, ‘ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি কেউ না করে। দেশের সকল ছাত্রদের পক্ষে আমরা সবসময় আছি।’

জামাল ভুঁইয়া আরও বলেন, ‘ছাত্রদের সফল এই আন্দোলন মেধাকে এগিয়ে দিয়েছে। এগুলোর মধ্যে দেখলাম অনেক জায়গায় অনেক কিছু ভাঙচুর, আগুনে পুড়ানো হয়েছে এবং অনেক আহত-নিহত হয়েছে।’  

Mahfuzur Rahman

Publisher & Editor