বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

কেন একদিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, জানালেন কাদের

প্রকাশিত: ০৭:৫৬, ১০ জুলাই ২০২৪ | ৩৯

সফরসূচি অনুযায়ী চীন থেকে আগামীকাল বৃহস্পতিবার দে‌শে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু গতকাল পরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আজ (বুধবার) রাতেই দেশে ফিরবেন সরকারপ্রধান।

কেন একদিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অসুস্থতার কারণে বেইজিংয়ে রাত্রিযাপন না করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী।

বুধবার (১০ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সব কর্মসূচি শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রিযাপন করবেন না। আজ বুধবার রাতে তিনি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল দেশে অবস্থান করছেন। তিনি কিছুটা অসুস্থ। সেই কারণে প্রধানমন্ত্রী রাতেই দেশে ফিরছেন। যারা বলছেন প্রধানমন্ত্রী সফর ‘সংক্ষিপ্ত’ করে দেশে ফিরে আসছেন, তারা ভুল বার্তা দিচ্ছেন। 

Mahfuzur Rahman

Publisher & Editor