৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। আমাদের সবার উচিত পরিবেশকে ভালো রাখা। যেমন—গাছ লাগানো। আমি গত বছর যখন আমার দাদুর বাড়ি নীলফামারীতে গিয়েছিলাম, তখন সেখানে আমরা সবাই মিলে গাছ লাগিয়েছিলাম।
আমরা ছিলাম ১০ জন। ১০টি গাছ লাগিয়েছিলাম। বাবা বলেছেন, এবার ঈদে দাদুর বাড়ি গেলে এবারও গাছ লাগাবেন। দুষ্ট লোকেরা পরিবেশ নষ্ট করে।
যেমন—গাছ কাটে, বিষাক্ত কালো ধোঁয়া তৈরি করে, প্লাস্টিক ব্যবহার করে। এগুলো করা খারাপ কাজ। আমার ধারণা, আমরা যদি বেশি বেশি গাছ লাগাই, তাহলে পরিবেশ ভালো থাকবে। আমি পরিবেশকে ভালো রাখতে চাই, সুন্দর পৃথিবী গড়তে চাই।
Publisher & Editor