ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ শেষে এখন পর্যন্ত চলতি আসরে ২১টি ম্যাচ মাঠে গড়িয়েছে।
‘ডি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে প্রোটিয়ারা। অন্যদিকে প্রথম দল হিসেবে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে ওমানের। এ ছাড়াও বেশ কয়েকটি দল বিদায়ের অপেক্ষায় আছে।
এদিকে বিশ্বমঞ্চের অন্যতম ফেবারিট পাকিস্তান ও ইংল্যান্ডের শেষ আটে জায়গা পাওয়া নিয়েও শঙ্কা আছে। টানা দুই পরাজয়ে শ্রীলঙ্কাও আছে মহাবিপদে।
চলতি আসরের নিয়মানুযায়ী, চারটি গ্রুপ থেকে সেরা দুটি করে দল সুপার এইটে জায়গা করে নেবে। একনজরে দেখে নেওয়া যাক, বিশ্বকাপের পয়েন্ট টেবিল...
যে সমীকরণের সামনে বাংলাদেশ
‘এ’ গ্রুপ :
দেশ ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত পয়েন্ট রানরেট
ভারত ২ ২ ০ ০ ০ ৪ +১.৪৫৫
যুক্তরাষ্ট্র ২ ২ ০ ০ ০ ৪ +০.৬২৬
কানাডা ২ ১ ১ ০ ০ ২ -০.২৭৪
পাকিস্তান ২ ০ ২ ০ ০ ০ -০.১৫০
আয়ারল্যান্ড ২ ০ ২ ০ ০ ০ -১.৭১২
‘বি’ গ্রুপ :
দেশ ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত পয়েন্ট রানরেট
স্কটল্যান্ড ৩ ২ ০ ০ ১ ৫ +২.১৬৪
অস্ট্রেলিয়া ২ ২ ০ ০ ০ ৪ +১.৮৭৫
নামিবিয়া ২ ১ ১ ০ ০ ২ -০.৩০৯
ইংল্যান্ড ২ ০ ১ ০ ১ ১ -১.৮০০
ওমান ৩ ০ ৩ ০ ০ ০ -১.৬১৩
‘সি’ গ্রুপ :
দেশ ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত পয়েন্ট রানরেট
আফগানিস্তান ২ ২ ০ ০ ০ ৪ +৫.২২৫
ওয়েস্ট ইন্ডিজ ২ ২ ০ ০ ০ ৪ +৩.৫৭৪
উগান্ডা ৩ ১ ২ ০ ০ ২ -২. ৪১৭
পাপুয়া নিউগিনি ২ ০ ২ ০ ০ ০ -০.৪৩৪
নিউজিল্যান্ড ১ ০ ১ ০ ০ ০ -৪.২০০
‘ডি’ গ্রুপ :
দেশ ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত পয়েন্ট রানরেট
দক্ষিণ আফ্রিকা ৩ ৩ ০ ০ ০ ৬ ০.৬০৪
বাংলাদেশ ২ ১ ০ ০ ০ ২ ০.০৭৫
নেদারল্যান্ডস ২ ১ ১ ০ ০ ২ ০.০২৪
নেপাল ১ ০ ১ ০ ০ ০ -০.৫৩৯
নিউজিল্যান্ড ২ ০ ২ ০ ০ ০ -০.৭৭৭
Publisher & Editor