সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

এমবাপ্পে যাওয়ার আগে জিতলেন ফ্রান্সসেরার পুরস্কার

প্রকাশিত: ০৩:২৫, ১৪ মে ২০২৪ | ৫১

পিএসজির মৌসুম এখনো শেষ হয়নি। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’-তে তাদের আরও দুটি ম্যাচ বাকি আছে। এর মধ্যেই গতকাল ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাত মৌসুমের অভিযান শেষে পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়া কিলিয়ান এমবাপ্পে।

২৫ বছর বয়সী এমবাপ্পে প্যারিসে ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়নের পুরস্কার রাতে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতলেন টানা পঞ্চমবারের মতো।  চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ৪৪ গোল করেছেন তিনি।

ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে গত সপ্তাহে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। কোথায় যাবেন, সেটা এখনো না বললেও এটা পরিষ্কার যে তিনি রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন। এমবাপ্পে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন গত পরশু। তুলুজের কাছে সেই ম্যাচে ৩-১ গোলে হেরেছে পিএসজি।

তুলুজের বিপক্ষে পিএসজির একমাত্র গোলটি এমবাপ্পের। এই গোলে লিগ ‘আঁ’তে চলতি মৌসুমে এমবাপ্পের গোলের সংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিলের জোনাথন ডেভিডের চেয়ে ৮ গোল বেশি তাঁর।

ঘরোয়া ফুটবলে পিএসজির আধিপত্যের ছাপ আছে পুরস্কার পাওয়াদের তালিকায়ও। বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন দলটির মিডফিল্ডার ওয়ারেন জেইর-এমেরি আর বর্ষসেরা গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। তবে বর্ষসেরা কোচের পুরস্কারটি পেয়েছেন ব্রেস্তের এরিক রয়। প্রথমবারের মতো ফরাসি ক্লাবটিকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাইয়ে দিয়েছেন ফরাসি এই কোচ।

এক ম্যাচ হাতে রেখে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করা নিশ্চিত করে ফেলেছে ব্রেস্ত। যার মানে, ইউরোপা লিগে তাদের খেলা নিশ্চিত।

Mahfuzur Rahman

Publisher & Editor