আয় বিষ্টি আয় ঝেঁপে
কালিজিরা ধান দেব রে
বেতের ধামায় মেপে।
আমার কথা শুনে অবশেষে
এ কী কাণ্ড! একটু পরে
বিষ্টি গেল এসে—
বিষ্টি দেখার আশা নিয়ে
বসি বারান্দাতে
বিষ্টি মেয়ের মেজাজ বুঝি
খাপ্পা হলো তাতে!
হঠাৎ করেই বিষ্টি পড়া বন্ধ
আবার নামার নেই কোনো নামগন্ধ।
আয় রে বিষ্টি আয়
বসে আছি তোরই প্রতীক্ষায়।
Publisher & Editor