বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ঘামাচির সমস্যার ঘরোয়া সমাধান

প্রকাশিত: ০২:৩৪, ০২ এপ্রিল ২০২৪ | ৪৪

গরম এলেই ঘামাচির সমস্যা শুরু হয়ে যায় অনেকেরই। এই ঘামাচির সমস্যায় আরাম দিতে পারে ঘরোয়া উপায়ও।  

• একটি শুকনো কাপড়ে কয়েক টুকরো বরফ নিয়ে ১০-১৫ মিনিট ধরে ঘামাচির ওপর লাগান। দিনে ৩-৪ বার এই ভাবে করলে ভালো ফল পাবেন।

• চার টেবিলচামচ মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো গোলাপ পানি মিশিয়ে ঘামাচির ওপর লাগান। কিছুক্ষণ রেখে শুকিয়ে নিন। এরপর ধুয়ে ফেলুন,  উপকার পাবেন।

• ঘামাচির মোক্ষম নিরাময় হলো অ্যালো ভেরা। ঘামাচির ওপর শুধু অ্যালো ভেরার রস বা হলুদের সঙ্গে অ্যালোভেরার রস মিশিয়ে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। উপকার পাবেন। 

• নিম পাতা ঘামাচির উপশম হিসাবে খুবই কার্যকর। নিম পাতার রসের সঙ্গে গোলাপ পানি মিশিয়ে ঘামাচির ওপর লাগান। ঘামাচি না চুলকে তার ওপর নিম ডাল বোলালেও আরাম পাবেন।  

• ২ টেবিল চামচ চন্দনের গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো গোলাপ পানি মিশিয়ে ঘামাচির ওপর লাগান। চন্দনের প্রলেপ ত্বককে ঠান্ডা করে ঘামাচির সমস্যা দূর করবে।

Mahfuzur Rahman

Publisher & Editor