শনিবার, ১২ অক্টোবর ২০২৪

নিউ ইয়র্কে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএর ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ০২:৩৮, ২৯ মার্চ ২০২৪ | ৩৬

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএর ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গেল ১৬ মার্চ সিটির ব্রুকলীনের নোয়াখালী ভবনে এ ইফতারি ও দোয়া মাফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউছুপ জসীমের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া। শুছেচ্ছা বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মফিজুর রহমান, সদস্য খোকন মোশাররফ।

রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মোহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে আব্দুর রব মিয়া নোয়াখালী সোসাইটি ইউএসএর উদ্যোগে বাংলাদেশিদের জন্য বৃহত্তম কবরস্থান ‘বাংলাদেশ সেমিটারি’ প্রকল্প বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

ইফতার মাহফিলে কমিউনিটির নেতারাসহ বিপুল সংখ্যক নোয়াখালীবাসী অংশ নেন।

Mahfuzur Rahman

Publisher & Editor