ডিজনির সবচেয়ে আলোচিত অ্যানিমেশন সিনেমার তালিকায় প্রথম দিকেই থাকবে ‘ফ্রোজেন’-এর নাম। ২০১৩ সালে মুক্তি পায় সিনেমাটির প্রথম পর্ব। রাজকুমারী এলসা ও আনার দুঃসাহসিক অভিযানের এ গল্পটি বক্স অফিসে ১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার আয় করে। দ্বিতীয় পর্ব ‘ফ্রোজেন টু’ মুক্তি পায় ২০১৯ সালে। ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার আয় করে প্রথমটিকে ছাড়িয়ে ফ্রোজেন টু হয়ে ওঠে সেরা ব্যবসাসফল মিউজিক্যাল অ্যানিমেশন সিনেমা। ওই সময় ঘোষণা এসেছিল, তৈরি হবে ফ্রোজেনের তৃতীয় কিস্তি।
ফ্রোজেন থ্রি এখনো মুক্তির অপেক্ষায় আছে। এরই মধ্যে ডিজনির সিইও বব আইগার জানিয়ে দিলেন, ফ্রোজেনের চতুর্থ পর্বও তৈরি হচ্ছে। সম্প্রতি হংকংয়ের ডিজনি থিম পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে বব বলেন, ‘ফ্রোজেন ও ফ্রোজেন টু-এর নির্মাতা জেন লি ও তাঁর দল কঠোর পরিশ্রম করছে। এর পরের পর্বটি শিগগির মুক্তি পাবে। সবার জন্য একটা সারপ্রাইজ আছে—আসলে একটা নয়, দুটো গল্প নিয়ে কাজ চলছে। ফ্রোজেন থ্রি তো আসবে, ফ্রোজেন ফোরও তৈরি হবে।’
ফ্রোজেন সিনেমার প্রথম দুই পর্বে এলসা ও আনার চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন বেল ও ইদিনা মেনজেল। পরবর্তী দুই পর্বেও পাওয়া যাবে তাঁদের।
Publisher & Editor