ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে স্বাগতিক ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতল অস্ট্রেলিয়া। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে ১২০ বলে ১৫টি চার আর ৪টি ছক্কায় ১৩৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ম্যাচ সেরা হন ট্রাভিস হেড।
রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৪০ রানে অলআউট হয় ভারত।
টার্গেট তাড়ায় ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। সেই অবস্থা থেকে মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ২১৫ বলে ১৯২ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান ট্রাভিস হেড।
জয়ের জন্য শেষদিকে ৪৪ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ২ রান। ট্রাভিস হেড বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার আগে ১২০ বলে ১৫টি চার আর ৪টি ছক্কায় ১৩৭ রান করেন অস্ট্রেলিয়ান এই ওপেনার।
দলের জয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ট্রাভিস হেড।
খেলা শেষে হেড বলেন, এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা দিন। ফাইনালে এমন একটি ইনিংস খেলতে পেরে রোমাঞ্চিত। আমি শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু মার্নাস লাবুশেন অসাধারণভাবে সাপোর্ট দিয়েছেন।
Publisher & Editor