বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

নাম তার লিয়ানা

প্রকাশিত: ০৪:২৯, ২০ সেপ্টেম্বর ২০২৩ | ৪০

আমরা সচরাচর যেসব সিনেমা দেখি তার থেকে এর গল্পটা ভীষণ আলাদা। বলা হচ্ছে, এটা একটা ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্র। কিন্তু এটা আর দশটা ডকুমেন্টারির মতো নয়। গল্পটা আফ্রিকার ছোট্ট দেশ এসোয়াতিনির। সেখানকার বেশির ভাগ মানুষ জাতিতে সোয়াজি। সেখানকার এক অনাথাশ্রমের বাচ্চাদের নিয়ে এই সিনেমা। ওদের সবারই জীবনে আছে ভয়ংকর কোনো স্মৃতি। নইলে আর ওরা অনাথাশ্রমে থাকে কেন! একদিন ওদের ক্লাস নিতে এসে ম্যাডাম দিলেন এক আজব ক্লাসওয়ার্ক।

ওদের একটা মেয়ের গল্প লিখতে হবে। কী গল্প, কেমন গল্প, তার পুরোটাই ওরা ঠিক করবে। ২৫ জনের ২৫ রকম গল্প নিয়ে গড়ে উঠবে আস্ত একটা গল্প। মেয়েটার নাম লিয়ানা। অনাথাশ্রমের পাঁচজনের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। ওই পাঁচ বন্ধু লিয়ানার গল্প লেখায় ভীষণ মনোযোগী হয়ে উঠল। একটু একটু করে গড়ে তুলতে লাগল লিয়ানাকে। ওর ছোট দুটি ভাই আছে। যমজ ভাই।

ওর গল্পে ঢুকে পড়তে লাগল পাঁচ বন্ধুর অতীতের ভয়ংকর সব স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন। ওদের সবার হয়ে লিয়ানা সেই গল্পে এক ভীষণ বিপজ্জনক অভিযানে নামে। সাতসমুদ্র তেরো নদী পার হয় সে শুধু তার যমজ দুই ভাইকে বাঁচাতে। আর এই গল্প বলাতেই আছে এই সিনেমার সবচেয়ে দারুণ ব্যাপার। ওদের অনাথাশ্রম আর পাঁচ বন্ধুর ঘটনাগুলো দেখানো হয়েছে লাইভ অ্যাকশনে। মানে, সত্যিকারের মানুষ দিয়ে শুটিং করা হয়েছে। ওগুলো দেখার সময় মনে হয়, আর দশটা প্রামাণ্যচিত্র দেখছ। কিন্তু যখনই লিয়ানার গল্প শুরু হয়ে যায়, সেগুলো করা হয়েছে এনিমেশনের মাধ্যমে। মানে, একই সিনেমায় ব্যবহার করা হয়েছে দুই মাধ্যমই।
লিয়ানা (২০১৭)

পরিচালক : অ্যারন কপ, আমান্ডা কপ

অভিনয় : গচিনা এমলোফে

Mahfuzur Rahman

Publisher & Editor