ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা তথা ফোবানা অ্যাওয়ার্ড পেলেন আবু জাফর মাহমুদ। ১১ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের গোল্ডেন এজ হোম কেয়ার অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ফোবানার চেয়ারম্যান ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ।
কানাডার টরেন্টোতে অনুষ্টিত ফোবানা সম্মেলন ২০২৩-এর পক্ষ থেকে আবু জাফর মাহমুদকে এই সন্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আজকাল প্রধান সম্পাদক মনজুর আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, ফোবানা এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আযম, মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, আজকালের মাকের্টিং প্রধান আবু বকর সিদ্দিক ও সাংবাদিক মোস্তফা অনিক রাজ।
অ্যাওয়ার্ড পাওয়ার পর আবু জাফর মাহমুদ বলেন, ফোবানার বিভক্তি বাংলাদেশিদের অনৈক্যের বার্তা পৌঁছে দেয় ভিন্ন জাতিগোষ্ঠীর কাছে। এটা আমাদের জন্য অসম্মানের। ফোবানাকে ঐক্যবদ্ধ করাই এখন বাংলাদেশিদের অন্যতম দায়িত্ব। এ জন্য প্রয়োজনে আমি যেকোনো উদ্যোগ নিতে প্রস্তুত।
Publisher & Editor