রিয়াল মাদ্রিদের জয়রথ থামছেই না। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গত রাতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতলো রিয়াল মাদ্রিদ। এটি কার্লো আনচেলত্তির দলের টানা পঞ্চম জয়। এই জয়ে বার্সেলোনাকে হটিয়ে টেবিলের শীর্ষস্থানে উঠে এলো রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই এগিয়ে যায় সোসিয়েদাদ। আন্ডার ব্যারেনেটক্সিয়া সফরকারীদের লিড এনে দেন। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় হাফেই ম্যাচের চিত্র বদলে যায়। দ্বিতীয় হাফের প্রথম মিনিটেই গোল করে দলকে সমতায় ফেরান ফেদেরিকো ভালভার্দে।
ম্যাচের ৬০তম মিনিটে আবারও গোল রিয়ালের। এবার গোল করেন হোসেলু। আর দুই গোলের সহায়কই ছিলেন ফ্রান গার্সিয়া। ম্যাচে প্রথমবারের মতো লিড নেয়ার পর অবশ্য বেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত আর গোল হয়নি। ফলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
আগামী বুধবার ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করবে রিয়াল। তারপর লিগ ডার্বি খেলতে অ্যাটলেটিকো মাদ্রিদে যাবে আনচেলত্তির শিষ্যরা।
Publisher & Editor