বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

আশ্চর্য প্রয়াণ

প্রকাশিত: ০৩:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ৪২

এইসব আশ্চর্য প্রয়াণ

আমাদের ভাবিয়েছে-কষ্ট দিয়েছে

একদিন স্মৃতি হব

আমাদের বৃক্ষগুলো তাকিয়ে দেখবে দুঃখ পাবে

পোষা প্রাণীদের চোখে শোকসভা

কত গান কীর্তি কবিতা

ছবির ভেতরে চিরস্থায়ী হবে

মৃত্যুর পর যারা নক্ষত্র হয়

আর মৃত্যুর আগে যারা

উভয়ের বিচারের ভার সূর্য নিয়েছে

একদিন পৃথিবীতে শুধু আলো থাকে

একদিন শুধু অন্ধকার

কেউ কেউ বীরবাহু

কিভাবে বাঁচতে হয় তার চেয়ে

বেশি জানে কিভাবে মরতে

দীর্ঘ পথ দীর্ঘ দূর

গন্তব্য ক্ষীণ হয়ে আসে

Mahfuzur Rahman

Publisher & Editor